খবর সারাদিন রিপোর্টঃ “এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমাবেশ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের দি আলাউদ্দন সঙ্গীতাঙ্গনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভুইয়া। এ সময় বক্তারা কোন জমি পতিত না রেখে সেগুলোকে চাষাবাদের আওতায় আনতে সকলের প্রতি আহ্বান জানান। পরে সদর উপজেলার ১৭শ কৃষকের মাঝে বিনামূল্যে ২০/৩০ কেজি করে সার ও সরিষা, ভূট্টা গম, মসুর পেয়াজসহ বিভিন্ন জাতের ১/২ কেজি করে বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।