,
শিরোনাম:
অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা একাংশের নেতা-কর্মীদের সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নাসিরনগরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় তরী আয়োজিত নদী সম্মিলনে ড. মনজুর আহমেদ চৌধুরী ভারত নদীকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে

উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আখাউড়ায় সার ও বীজ ডিলার এবং কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Brahmanbaria Pic 002 13

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসন্ন রবি মৌসুমে অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় আনয়ন এবং কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে বুধবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তা, সার ও বীজ ডিলার এবং  অগ্রসরমান কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা, আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, সার ও বীজ ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম ও কৃষক হেবজুল বারী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। সার্বিক পরিস্থিতিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মত বিনিময় শেষে ১৬০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া
তারিখঃ-১৬-১১-২০২২ ইং

শেয়ার করুন

Sorry, no post hare.