,
শিরোনাম:
বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সরাইলে ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা ছিনতাইকালে ছিনতাইকারী গ্রেপ্তার

Brahmanbaria Picture 003 2

খবর সারাদিন রিপোর্টঃ  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ১ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মোঃ আবুল কালাম-(৫২) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ব্যাংকের নিরাপত্তা কর্মীরা। গতকাল বুধবার বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব কাকৈর গ্রামের মোঃ আরশেদ মাতাব্বর প্রকাশ আরশেদ আলীর ছেলে। সে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা ও চারটি মামলার পলাতক আসামী বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কমিউনিটি হল পাড়ার সাহেদা বেগম তার ছেলে বায়েজিদ মিয়াকে নিয়ে সোনালী ব্যাংক, সরাইল শাখা থেকে ১ লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি ব্যাংকের ক্যাশের সামনে টাকা গণনার সময় ব্যাংকের ভেতরে থাকা ছিনতাইকারী আবুল কালাম ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়।

সাথে সাথে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ও সাহেদা বেগমের ছেলে বায়েজিদ মিয়া তার পেছন পেছন দৌড় দিয়ে ব্যাংকের ভেতরেই তাকে আটক করে। পরে তারা আবুল কালামকে সরাইল থানা পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আবুল কালাম আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা।

সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের জেলায় এধরনের ছিনতাই করে আসছিলো। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানা, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। গতকালের ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে দূরত্ব বিচার আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

Sorry, no post hare.