খবর সারাদিন রিপোর্টঃ আখাউড়ায় ভারতে পাচারকালে ২৪৫ কেজি শিং মাছ জব্দ \ তিনজন আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পাচারের চেষ্টার অভিযোগে ২৪৫কেজি শিং মাছ জব্দ করেছে টাস্কফোর্স। এ সময় তিনজনকে আটক করা হয়। গত বুধবার গভীর রাতে উপজেলার গঙ্গাসাগর এলাকায় টাস্কফোর্সের অভিযানে এসব মাছ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত মাছ ৩৮হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
আটককৃতরা হলেন, আখাউড়া উপজেলার খড়মপুর এলাকার শফিকুল ইসলাম, মোশারফ হোসেন ও ইসমাইল হোসেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার গভীর রাতে একটি চক্র আখাউড়া উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি মাছ ভারতে পাচার করবে এমন গোপন সংবাদ জানতে পারে উপজেলা প্রশাসন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে উপজেলার গঙ্গাসাগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে নেওয়া দেশীয় প্রজাতির ২৪৫ কেজি শিং মাছ জব্দ করা হয়। এ সময় শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন ও মোশারফ হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার গঙ্গাসাগর এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। এই মাছগুলো ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে নেয়া হচ্ছিল।
এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, এঘটনায় বিজিবির সদস্য হাবিলদার জসিম উদ্দিন বাদী হয়ে শফিকুল, মোশারফ ও ইসমাইলকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।