,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার-সচিবদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Brahmanbaria Pic 001 2 2 scaled

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগনের জন্য তিনদিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরন প্রশিক্ষণ কোর্স সোমবার স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে শুরু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সাইফ-উল-আরেফীন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন ও মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা মুজিব।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, প্রশিক্ষনের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবগন নিজের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে করতে পারবেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ওই ইউনিয়নের প্রধান। তাই তার দায়িত্বও বেশী। চেয়ারম্যানগন যদি তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে সচেতন হন তাহলে কাজের আরো গতি বাড়বে। তিনি বলেন, জন্মনিবন্ধনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে ছিলাম, গত মাসে কিছুটা উন্নতি হয়েছে। জন্মনিবন্ধনের জন্য সকলকে আরো সচেষ্ট হতে হবে।

তিনি গ্রাম আদালত চালু করার তাগিদ দিয়ে বলে গ্রাম আদালত চালু হলে গ্রামের ঝগড়াঝাটি অনেকটা কমে যাবে। শালিস দরবার করতে হবে না। তিনি গ্রামের হোল্ডিং ট্যাক্স আদায়ের উপর জোর দিয়ে বলেন, হোল্ডিং ট্যাক্সের টাকা দিয়ে গ্রামে অনেক উন্নয়নমূলক কাজ করা যাবে। হোল্ডিং ট্যাক্স আদায় হলে পরিষদ নিজের টাকাই চলতে পারবে। তিনি বলেন, টিকাদান কর্মসূচীর ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে ছিলাম। ৬৩ তম স্থান থেকে এখন আমরা বর্তমানে ১৩তম স্থানে অবস্থান করছি।
তিনদিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ১৪০ জন অংশ গ্রহন করেন।

 

 

 

শেয়ার করুন

Sorry, no post hare.