খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৫ বছর পর পৌরসভার গুরুত্বপূর্ণ ৩টি সড়কের পুঃননির্মাণ কাজের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সড়ক ৩টির সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ সময় পৌর মেয়র মিসেস নায়ার কবির, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুসসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানায়, পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে শহরের পোস্ট অফিস মোড় থেকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এডঃ লুৎফুল হাই সাচ্চু সড়ক, হালদার পাড়া বীর মুক্তিযোদ্ধ আলী আজম সড়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সড়ক (জেল রোড) পুঃননির্মাণ কাজ করা হবে। ৩টি সড়কের আড়াই কিলোমিটার নির্মাণকাজ শেষ হলে জনসাধারণের চলাচলে দুর্ভোগ কমবে।