,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বাড়তি নিরাপত্তা

Brahmanbaria Pic 002 2 1

খবর সারাদিন রিপোর্টঃ ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ফুটবলপ্রেমীদের উম্মাদনা। ফেসবুকে চলছে আর্জেন্টিনা ও ফান্স সমর্থকদের স্ট্যাটাস, পাল্টা স্ট্যাটাস। শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করছে উভয় দলের সমর্থকরা। এদিকে রোববার বিকেলে আখাউড়ায় আর্জেন্টিনার পক্ষে মিছিল বের করে সমর্থকরা।

এদিকে ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সমর্থকদের মধ্যে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে মোতায়েন করা হয়েছে ডিবি ও থানা পুলিশের দেড়শতাধিক সদস্য।

রোববার বিকেলে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠ থেকে আর্জেন্টিনার সমর্থকরা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের রাধানগর হয়ে লাল বাজার দিয়ে সড়ক বাজার, রেলওয়ে স্টেশন ঘুরে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা আর্জেন্টিনা ও মেসি বলে শ্লোগান দেয়।

এ ব্যাপারে আর্জেন্টিনা দলের সমর্থক ব্যবসায়ী মোঃ শাহীন বলেন, আমি ছোট থেকেই ম্যারাডোনা ও মেসির ভক্ত। আমি চাই এবার আর্জেন্টিনা জিতুক। আশা করছি চ্যাম্পিয়ন ট্রফি মেসির হাতে শোভা পাবে।

এ ব্যাপারে পৌরসভার কাউন্সিলর শিপন হায়দায় বলেন, ‘ আজকের এই মিছিল হচ্ছে আগামী বিজয় মিছিল। আজ রাতে জেতার পর কালকে আবার মিছিল হবে।
এদিকে ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন বলেছেন, খেলা চলাকালীন সময়ে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করবে। নিয়মিত টহল দলের পাশাপাশি ডিবি ও থানা পুলিশের একাধিক টিম শহরের যে সকল জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হবে সেসব জায়গায় নজরদারী করবে। তিনি বলেন, পুলিশ লাইন্সে থাকা পুলিশের সদস্যদেরকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে দেড় শতাধিক পুলিশ মোতায়েন থাকবে।

এখানে উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হামলা- পাল্টা হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

ছবি সংযুক্তঃ- ফাইনাল খেলাকে সামনে রেখে আখাউড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মিছিল।

 

 

শেয়ার করুন

Sorry, no post hare.