,
শিরোনাম:
টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আশুগঞ্জে বিজয় মেলার আলোচনা সভায় অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বাংলাদেশের মাটিতে তত্ত¡াবধায়কের মতো সরকার আর আসবেনা

Brahmanbaria Pic 001 4

খবর সারাদিন রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি মিথ্যাচার করে। তারা দেশকে ধ্বংস করতে চায়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ১০দিনব্যাপী বিজয় মেলার পঞ্চম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সদস্য ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি আরো বলেন, বিএনপি আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশীদের কাছে নালিশ করে। বিদেশীরাও কূটনৈতিক শিষ্টাচার মানছেন না। তারা বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছেন।

বিএনপি জানে তারা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। এরা চায় জিয়ার মতো আরেকটি ক্ষমতার পরিবর্তন হয় কিনা। তারা এরশাদ-জিয়ার কায়দার পরিবেশ ঘোলাটে করে ক্ষমতায় আসতে চায়। সেই ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে কখনো সফল হবে না। বাংলাদেশের মাটিতে তত্ত¡াবধায়কের মতো সরকার আর আসবেনা।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা লন্ডন থেকে বলে টেক ব্যাক বাংলাদেশ। তারা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। আমরা চাই স্মার্ট বাংলাদেশ বানাতে।

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবেন। নির্বাচন কমিশন বাতিল হবে না। সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা আসবেন। না আসলে আপনাদের অস্তিত্ব বিলীন হবে।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, বিরোধী দলে থাকবেন থাকবেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সেই লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দন মঈন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নাসের প্রমুখ।

আলোচনা সভায় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Sorry, no post hare.