,
শিরোনাম:
নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া বিজয়নগরের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন নেতাকে চর মারার ঘটনায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বিচারের দাবীতে মহাসড়ক বন্ধ রেখে বিক্ষোভ

Brahmanbaria Oborodh pic scaled

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক পরিবহন নেতাকে চর মারার ঘটনায় তুমুল উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার রাতে শহরের ভাদুঘরে বিজয় মেলার পাশে বাস টার্মিনালে বাস রাখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবহন নেতা ও শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ভাদুঘর টার্মিনালের সামনে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিবহন নেতারা জানায়, বিজয় দিবস উপলক্ষে ভাদুঘর বাস টামিনাল সংলগ্ন মাঠে বিজয় মেলার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। মেলার প্রধান গেইটের পাশে বাশ দিয়ে ঘের দেয়ায় টার্মিনালে বাস রাখতে সমস্যা হচ্ছিল। এতে বাস রাখার সুবিধার্থে একজন পরিবহন শ্রমিক গেইটের পাশ থেকে একটি বাঁশ খুলে ফেলে। এ নিয়ে চট্টগ্রাম রোড বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সাথে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বিতর্ক হয়।

এ সময় পৌরসভার নির্বাহী পরিবহন নেতা জাকির হোসেনকে চর মারলে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়া মাত্রই পরিবহন নেতা ও শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা তাৎক্ষনিক মহাসড়কের উপরে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দিলে বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে অবস্থান সড়িয়ে নেয। এতে প্রায় ১ ঘন্টা পর যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা জানান, খবর পেয়ে পরিহন নেতাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসক পরিবহন নেতাদের সাথে বসে ঘটনাটির প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ^াস দিয়েছেন।

 

 

 

শেয়ার করুন

Sorry, no post hare.