,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত মাদক বিরোধী অভিযান আশুগঞ্জে যুবদল সদস্য সচিবসহ গ্রেপ্তার-২ \ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় হেলিকপ্টার ও পালকিতে চড়ে বরের বাড়ি আসলেন নববধূ আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়ায় কৃষকদল নেতার সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ফল ব্যবসায়ী সাইদুর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

Brahmanbaria Ovijaan pic 28.12.2022
খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাক থেকে ঘাটুরা মোড় পর্যন্ত কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের দু’পাশে এ অভিযান চলে। এ সময় সড়কের দু’পাশে গড়ে তোলা বিভিন্ন দোকান-পাটসহ অবৈধ স্থাপনা বল্ডুজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার গোলাম মোস্তফা মুন্না। এ সময় সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ডেইজী রায় টুম্পাসহ সড়ক বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের লোকজন ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের নির্দেশে সড়ক ও জনপথের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পারিচালিত হয়েছে। দুই দিনব্যাপী শুরু হওয়া অভিযানে শহরের মেড্ডা এলাকা থেকে ঘাটুরা পর্যন্ত ২২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার গোলাম মোস্তফা মুন্না জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে আগে থেকেই প্রচারণা চালানো হয়েছে। অনেকেই নিজ দায়িত্বে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিয়েছে। আর যেগুলো ছিল সেগুলো আমরা অভিযান চালিয়ে উচ্ছেদ করছি।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সড়ক ও জনপথের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পারিচালিত হয়েছে। দুই দিনব্যাপী শুরু হওয়া অভিযানে শহরের মেড্ডা এলাকা থেকে ঘাটুরা পর্যন্ত ২২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
শেয়ার করুন

Sorry, no post hare.