,
শিরোনাম:
সদ্য গ্রেফতার গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা

সরকারি সকল শুন্যপদে নিয়োগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুব মৈত্রীর মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

খবর সারাদিন রিপোর্টঃ  সরকারি সকল শুন্যপদে নিয়োগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবমৈত্রীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন্নাহার, জেলা যুব মৈত্রীর যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ খান।

সমাবেশে বক্তারা বলেন, দেশে সরকারি চাকুরী প্রত্যাশীর তুলনায় চাকুরির সুযোগ অত্যন্ত সীমিত। শ্রম মন্ত্রণালয়ের মতে, প্রতি বছর ২০ থেকে ২৫ লাখ জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করে। এই কর্ম সংস্থানের মধ্যে মাত্র ৫ শতাংশ সরকারি আর ৯৫ শতাংশ বেসরকারি খাতের। উচ্চ শিক্ষা শেষ করে অনেকে সরকারি চাকুরির অপেক্ষা করেন বছরের পর বছর। একাধিক বিসিএস এবং একের পর এক সরকারি চাকুরির পরীক্ষা দিতে দিতে তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।

২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রæতি ছিলো প্রতিটি পরিবার থেকে চাকুরি দেয়া হবে। বক্তারা অবিলম্বে সরকারি ৩ লাখ ৮৪ হাজার ৬৩৭ শুন্য পদে নিয়োগ দেয়ার দাবি জানিয়ে বেকার যুবকদের জন্য কর্ম সংস্থান তৈরী করা ও বেকার ভাতা চালুর দাবি জানান।

 

 

শেয়ার করুন

Sorry, no post hare.