,
শিরোনাম:
আখাউড়ায় অপহরণকারির কাছ থেকে শিশু উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ২ \ আটক -৪ স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে দেশের দখল নেয়ার চেষ্টা করছে… ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলনে ভিডিও কনফারেন্সে তারেক রহমান….. ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা.. ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় একাংশের জুতা মিছিল নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন ব্রাহ্মণবাড়িযায় রেল যাত্রীদের দুর্ভোগ, বিকল্প সড়ক পথে ছুটছেন যাত্রীরা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকের নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

IMG 20230401 WA0004

 

খবর সারাদিন রিপোর্ট :

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ প্রথম আলোর গ্রেফতারকৃত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও সূধী সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন বেলাল, তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রবীন সাংবাদিক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মফিজুর রহমান লিমন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজস্ব প্রতিবেদক মোঃ শাহদাৎ হোসেন।

এ সময় বক্তারা বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা টিকিয়ে রাখতেই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন করে গনমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে। তারা অবিলম্বে এই কালো আইন বাতিলসহ শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

শেয়ার করুন

Sorry, no post hare.