খবর সারাদিন রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম-(৩৫) নামে এক পুলিশ কনস্টেবল আহতের ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আহত পুলিশ কনস্টেবল খায়রুল ইসলামকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে আখাউড়া থানার একটি পুলিশের দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদক বিরোধী অভিযান শুরু করে।
অভিযানকালে তারা শিবনগর এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে সোহেল-(২৮) নামে এক মাদক ব্যবসায়ী কনস্টেবল খায়রুল ইসলামকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় খায়রুল ইসলামকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামেই থানায় মাদকের মামলা রয়েছে। তিনি বলেন, মূল আসামী সোহেলকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।
ব্রাহ্মণবাড়িয়া
তারিখঃ-০৬-০৫-২০২৩ ইং