খবর সারাদিন রিপোর্ট : নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দকে গণসংবর্ধনা দিলো সদর উপজেলার সুহিলেপুরের সামাজিক সাংস্কৃতিক সংগঠণ সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ সুহিলপুর। আজ ২৭ মে শনিবার বিকেলে সুহিলপুর আলহাজ¦ হারুন আল রশিদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ও বর্তমানে ভারপ্রাপ্ত সভপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরি সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীন। শিক্ষাবিদ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি ব্যাংকের সাবেক এজিএম ব্যাংকার জহির রায়হান, সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হাজারি আঙ্গুর, মো. মোবারক মুন্সী, জাহাঙ্গীর কবীর খান দুলাল, আশরাফুল ইসলাম, হানিফ মুনশী, আব্দুল কুদ্দুস, কৃষ্ণ কুমার দত্ত, সফিকুল ইসলাম, কাসেম হাজারি, বকুল হাজারি,আরাফাত হোসেন, কাজল হাজারি, ফারুক মিয়া, শরীফ মিয়া, তপন দেব, মোশারফ হোসেন, জামাল উদ্দিন নাগর প্রমুখ। সংগঠণের সাধারণ সম্পাদক মো. রানা আহমেদ, ও সহসভাপতি কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নোঙরের জেলা সভাপতি কামরুজ্জামান খান টিটু, শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্রীড়াব্যক্তিত্ব মো. ইয়াছিন মিয়া। এসময় সংবর্ধিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।