,
শিরোনাম:
ব্রাহ্মনবাড়িয়া শিশু নাট্যমের অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত বিজিবি ৬০ ব্যাটালিয়নের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ বছরে ১৫০ কোটি টাকা মূল্যের মাদক ও মালামাল উদ্ধার \ গ্রেপ্তার-৮৬ ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেমের টানে ইউক্রেনের প্রকিপ ব্রাহ্মণবাড়িয়ায়, করলেন বিয়ে ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন। কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে অটোচালককে খুন, ১০ দিন পর লাশ উদ্ধার রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি

রোনাল্ডোর হতাশার রাতে মেসির শিরোপা উৎসব

1010

খবর সারাদিন রিপোর্ট : শিরোপা নিশ্চিত করতে শেষ দুই ম্যাচে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। শনিবার স্ত্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করে শেষ রাউন্ডের আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলল পিএসজি। লিওনেল মেসির রেকর্ডরাঙা গোলে সাঁত এতিয়েকে (১০) ছাড়িয়ে ফরাসি লিগে রেকর্ড ১১তম শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। ১১ শিরোপার নয়টিই এসেছে কাতারি মালিকের অধীনে গত ১১ বছরে। দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারায় পিএসজি সমর্থকদের চোখের বালি হয়ে উঠেছিলেন মেসি। মৌসুম শেষে তার দলবদল একরকম নিশ্চিত। ফরাসি লিগে চার ম্যাচের গোলখরা কাটিয়ে সেই মেসিই নিশ্চিত করলেন পিএসজির শিরোপা উৎসব। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে দলকে এগিয়ে দেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। ৭৯ মিনিটে কেভিন গামেইরো স্ত্রাসবুর্গকে সমতায় ফেরালেও পিএসজির শিরোপা নিশ্চিত করার পথে সেটি কোনো বাধা হয়নি। ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৮৫। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৮১।

পিএসজিকে শিরোপা এনে দেওয়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ গোলের নতুন রেকর্ডও গড়েছেন মেসি। সৌদি আরবে পাড়ি জমানোর আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৬২৬ ম্যাচে ৪৯৫ গোল করেছিলেন রোনাল্ডো। ৪৯৬ গোল করে মেসি তাকে ছাড়িয়ে গেলেন মাত্র ৫৭৭ ম্যাচেই। এ ছাড়া পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি ৪৩টি শিরোপা জিতে সাবেক বার্সেলোনা সতীর্থ দানি আলভেসের রেকর্ড ছুঁয়েছেন মেসি।

মেসির অনেক পাওয়ার রাতে নিশ্চিত হয়েছে সৌদি আরবে প্রথম মৌসুমটা শূন্য হাতেই শেষ করতে হচ্ছে রোনাল্ডোকে। তার দল আল নাসরে ১-১ গোলে ড্র করেছে আল ইত্তিফাকের সঙ্গে। অন্য ম্যাচে আল ফেইহাকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সৌদি প্রো-লিগের শিরোপা জিতেছে আল ইত্তিহাদ। আল নাসরের ড্রয়ে গোল পাননি দ্বিতীয়ার্ধে হালকা চোট নিয়ে মাঠ ছাড়া রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকাকে দলে ভেড়ানোর সময় ট্রেবল জয়ের সুযোগ ছিল আল নাসরের সামনে। সৌদি লিগের শীর্ষে ছিল তারা। জানুয়ারিতে দলটিতে যোগ দিয়ে রোনাল্ডো সৌদি লিগকে আলোচনায় নিয়ে এলেও একে একে সব টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আল নাসরে। এবার লিগ শিরোপাও হাতছাড়া হয়ে গেল।

এদিকে মৌসুমের শেষ ম্যাচে সান্তা ক্লারাকে ৩-০ গোলে হারিয়ে পোর্তোকে পেছনে ফেলে পর্তুগিজ লিগে রেকর্ড ৩৮তম শিরোপা জিতেছে বেনফিকা। আগেই লা লিগার শিরোপা হারানো রিয়াল মাদ্রিদ এদিন রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ধরে রেখেছে। সেরি-এ লিগে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষ চারে থেকে আগামী সৌমুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চত করেছে ইন্টার মিলান।

শেয়ার করুন

Sorry, no post hare.