,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত মাদক বিরোধী অভিযান আশুগঞ্জে যুবদল সদস্য সচিবসহ গ্রেপ্তার-২ \ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় হেলিকপ্টার ও পালকিতে চড়ে বরের বাড়ি আসলেন নববধূ আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়ায় কৃষকদল নেতার সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ফল ব্যবসায়ী সাইদুর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব

সংসদে সংরক্ষিত সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন

খবর সারাদিন রিপোর্ট : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমের দেয়া ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে ও আওয়ামীলীগ নেতা ইকবাল আজাদ হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানবন্ধন ও সমাবেশ হয়েছে। আজ রবিবার সকালে সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এসময় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে উচালিয়া পাড়া পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, ২০১২ সালের ২১ অক্টোবর সংঘটিত সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইকবাল আজাদ হত্যাকান্ডের বিচার সকলেই চায়। তবে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের ত্যাগী নেতাদের হত্যা মামলায় জড়িয়েছে। আমরা মামলার পুনঃ তদন্তসহ নির্দোষদের মুক্তির দাবী জানাচ্ছি। সে সাথে জাতীয় সংসদে ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) ওই হত্যাকান্ডের সাথে আমাদেরকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং তাকে সংসদ থেকে অপসারণের দাবী জানাচ্ছি। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনি সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বিসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Sorry, no post hare.