খবর সারাদিন রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মোবাইল কোম্পানির টাওয়ারের কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবু লাল (৬০) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বুধন্তী থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আবু লাল ওই এলাকার আব্দুল জব্বার ভূইয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, আবু লাল রবি মোবাইল কোম্পানির টাওয়ারের নৈশপ্রহরী ছিলেন। সেখানে রাতের কোন এক সময় চোর হানা দিয়ে টাওয়ারের কক্ষের জানালা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে। এসময় আবু লালের হাত-পা বেঁধে তাকে হত্যা করে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে যায়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
শেয়ার করুন