,
শিরোনাম:
অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা একাংশের নেতা-কর্মীদের সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নাসিরনগরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় তরী আয়োজিত নদী সম্মিলনে ড. মনজুর আহমেদ চৌধুরী ভারত নদীকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে

ব্রাহ্মণবাড়িয়ায় দাবী আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

Press conference pic

খবর সারাদিন রিপোর্টঃ পদোন্নতি, পদসৃজন ও স্কেল আপগ্রেডেশনসহ নানা দাবী আদায়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখার সভাপতি প্রফেসর ডক্টর মোঃ ইব্রাহিম। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধক্ষ্য হামজা মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এস, এম শফিকুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যের পাশাপাশি বক্তারা জানান, আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এছাড়া দৃশ্যমান অগ্রগতি না হলে ১০, ১১ ও ১২ অক্টোবর সারাদাশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসাসহ সকল দপ্তর ও অধিদপ্তরে টানা তিনদিনের কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও তারা বলেন, সংশ্লিষ্টদের সাথে দফায় দফায় বৈঠক ও আলোচনা করেও তাঁদের দাবী আদায় হয়নি। শিক্ষা ক্যাডারের ১৬ হাজার শিক্ষাক বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে একযোগে কাজ করে গেলেও তারা প্রাপ্য অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই এখন দাবী আদায়ে শিক্ষকরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

Sorry, no post hare.