খবর সারাদিন রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শুভনের জন্মদিন উপলক্ষে কেক না কেটে দোয়ার আয়োজন ও এতিম শিশুদের খাবার বিতরণের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেল ৫টায় পৌর ছাত্রলীগের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে দোয়া ও এতিম শিশুদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিল ও সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মওলা ফারানি বলেন, ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সমাজের সবচেয়ে জনপ্রিয় ও মানবিক নেতা হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শুভন। শুভন ভাইয়ের জন্মদিন উপলক্ষে কেক না কেটে ব্যতিক্রম আয়োজন করার ইচ্ছা থেকেই দোয়া ও ২০০ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। মানবিক ছাত্রনেতা শুভন ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পৌর ছাত্রলীগের এই নেতারা।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাসান সারোয়ার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রকি চৌধুরী, সহ সভাপতি দিয়াব মাহমুদ, সহ সভাপতি ওবায়দুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আজহার মিঠু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি, ক্রীড়া সম্পাদক নিখিল খান, সহ সম্পাদক হাবিব আল তিমন প্রমুখ।