খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহায়তায় “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ“এই প্রতিপাদ্য নিয়ে শনিবার আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহর বাইপাস সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল মান্নান, দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।
বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, আবু হোরায়রাহ, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, দুর্নীতিকে না বলতে হবে। যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।
শেয়ার করুন