,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আখাউড়ায় ওসি গুজব ছড়ালেই ব্যবস্থা, কাউকে ছাড় দেয়া হবেনা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভা পৌর কর্মচারী কিরণ মোল্লার উপর হামলাকারীদেরকে গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন অনুষ্ঠিত কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেশীয় অস্ত্রসহ সরাইলে ৫ ডাকাত গ্রেপ্তার নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সম্মেলনে অধ্যাপক সেলিম ভ‚ইয়া ভারতের সাথে হাসিনা সরকারের যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তি বাতিল করতে হবে সরাইলে মাহফিলের নামে গান-বাজনা বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত ডাকাতি প্রস্তুতিকালে আশুগঞ্জে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৩

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থনে প্রতিবন্ধিদের জনসভা

IMG 20231224 WA0010

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ র. আ. ম উবায়দুল মেকাতাদির চৌধুরীকে সমর্থন জানিয়েছে হাজারো প্রতিবন্ধি। এ উপলক্ষে রবিবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধি ঐক্যফোরামের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। এ সময় জেলার সদর উপজেলার প্রায় ১ হাজার প্রতিবন্ধি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদাক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধি ঐক্যফোরামের সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না। এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট চিকিৎসক সাইফুউদ্দিন খান শুভ্রসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধি ঐক্যফোরামের সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না বলেন, এক সময় প্রতিবন্ধিরা সমাজের অবহেলিত অবস্থায় ছিল। কিন্তু বর্তমান সরকার প্রতিবন্ধিদের মানুষ হিসেবে নতুন করে পরিচয় করে দিয়েছে। এই সরকার প্রতিবন্ধিদের কল্যানে ও উন্নয়নে অনেক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। এরই কৃতজ্ঞতা স্বরুপ সরকারের পক্ষে স্থানীয় সাংসদ ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সমর্থন জনিয়েছে হাজারো প্রতিবন্ধিরা। আমরা আশা করি এই সরকার প্রতিবন্ধিদের কল্যানে আরো যুগান্তকারী বিভিন্ন উদ্যোগ গ্রহন করবেন।
এদিকে প্রতিবন্ধিদের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে উচ্ছসিত নৌকা প্রতীকের প্রার্থী মোকতাদির চৌধুরী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামীলীগ সর্বদাই প্রতিবন্ধিবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধিদের উন্নয়নে বহু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি আরো বলেন, কোন নির্বাচনী আয়োজনে প্রতিবন্ধিদের এই রকম সক্রিয় অংশগ্রহন এর আগে কখনো দেখা যায়নি। তাই প্রতিবন্ধি ব্যক্তিরা যাতে নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য তিনি নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

Sorry, no post hare.