,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

অবৈধভাবে খাল কাটা ও ব্যক্তিগত রাস্তা নির্মানের প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

IMG 20240124 WA0004

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষি জমির ক্ষতি করে অবৈধভাবে খাল কেটে ব্যক্তিগত রাস্তা নির্মাণের প্রতিবাদে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আছমা বেগম, আবদুর রহমান, জিয়াউর রহমান, গাজী মিয়া, সিরাজুল ইসলাম, মিনজু রহমান প্রমুখ।
মানববন্ধন চলাকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল ও তার ভাই জেলা পরিষদ সদস্য বাবুল আক্তারের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা বানাতে জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন জমিতে মাটি ফেলা হচ্ছে। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অন্যান্য বক্তারা বলেন, খাদুরাইল গ্রামে খাল উদ্ধারের নামে কমপক্ষে ৫০ জন কৃষকের জমি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। খাল কাটার মাটি না সরিয়ে পাশের জমি ভরাট করে রাস্তা বানানো হচ্ছে। এই রাস্তা নির্মাণ হলে আখাউড়া-চান্দুরা সড়ক থেকে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পথ কমে আসবে ও সহজ হবে।
বক্তারা বলেন, খালটি উদ্ধারে তাদের আপত্তি নেই। এতে তারা খুশী। কিন্তু অকারণে রাস্তা করায় তারা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
এ ব্যাপারে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল বলেন, ‘উপজেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খাল উদ্ধার করা হচ্ছে। আর কৃষকরা যাতে সহজে জমিতে যেতে পারেন সে জন্য রাস্তা করা হচ্ছে। আমার বাড়িতে যাওয়ার একাধিক রাস্তা আছে। তিনি বলেন, তবে এতে কারো ব্যক্তিগত জমি পড়ে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন, খাদুরাইল এলাকায় একটি খাল উদ্ধার করা হচ্ছে। তবে পাশে রাস্তা করতে গিয়ে ব্যক্তিগত জমি পড়ার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Sorry, no post hare.