প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘জাতীয় মানব কল্যাণ পদক-২০২০’ গ্রহণ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাকে আল-মামুন সরকাকে এই স্বর্ণ পদক পরিয়ে দেন এবং রেপ্লিকা ও সম্মাননা সনদ হস্তান্তর করেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী উপস্থিত ছিলেন।
আল-মামুন সরকার বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাওয়া অবশ্যই আনন্দের। এই পুরস্কার আমার কাজের গতি আগামীতে আরও বাড়িয়ে দেবে। আমি সবার কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, আল-মামুন সরকার সমাজসেবায় অবদান রাখায় রাষ্ট্রীয় এই সম্মাননা পেয়েছেন
শেয়ার করুন