খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌর এলাকার মধ্যপাড়ার বাসিন্দা শাহিন মিয়ার মেয়ে সুমাইয়া। সে এবার এসএসসি পরিক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সদর এর সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ র্অজন করেছে। তার বাবা র্দজির কাজে নিয়োজিত।
সুমাইয়া বলেন, বাবার ইচ্ছা আমি পড়াশোনা করে যেন একজন ডাক্তার হই। কিন্তু বাবার সেই সার্মথ্য নেই ভালোভাবে আমাকে পড়াশোনার খরচ চালিয়ে নেবার। তিন ভাইবোনের মধ্যে সুমাইয়া সবার ছোট। বড় দুই ভাইবোনের স্বপ্ন পূরণে বাবা সফল না হলেও সুমাইয়ার অদম্য ইচ্ছাশক্তি বাবা শাহিন মিয়াকে ভাবনায় ফেলে দিয়েছে।
সুমাইয়ার বাবা র্দজি শাহিন মিয়া বলেন, কাপড় সেলাই করে পরিবার ও মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাই। তার পরে ও থেমে নেই। কষ্ট করে হলেও আমার মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করে থাকি। সুমায়ার ভালো রেজাল্টে বাবা তার কষ্টের কথা ভুলে গেছে।
সুমাইয়ার মা নাসিমা আক্তার জানান, সুমাইয়া স্কুল থেকে এসে খাবার খেয়ে কিছু সময় বিস্রাম নিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে যেত। এভাবেই কঠোর পরিশ্রম করে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।
প্রধান শিক্ষক বদিউজ্জামান বলেন, সুমাইয়া অত্যন্ত মেধাবী। তার কঠোর সাধনার ফলেই আজ এই সাফল্য অর্জন হয়েছে। শ্রেণি শিক্ষক মো.নিজাম উদ্দিন তাকে ভালো ফলাফলে উৎসাহ প্রদান করেছেন। সবার আন্তরিক সহায়তা পেলে সুমাইয়ার মনের অজানা স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।