,
শিরোনাম:
জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ২ \ আটক -৪ স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে দেশের দখল নেয়ার চেষ্টা করছে… ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলনে ভিডিও কনফারেন্সে তারেক রহমান….. ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা.. ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় একাংশের জুতা মিছিল নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন ব্রাহ্মণবাড়িযায় রেল যাত্রীদের দুর্ভোগ, বিকল্প সড়ক পথে ছুটছেন যাত্রীরা দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

কসবায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

WhatsApp Image 2024 05 20 at 5.21.49 PM jpeg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে প্রতিদ্বন্ধি প্রার্থীর সমর্থকরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত এমদাদুল হক পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুইয়া জীবনের সমর্থক। সোমবার ভোররাতে উপজেলার শাহপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুইয়া জীবনের (আনারস) সমর্থক পলাশ ভোররাতে নিজ গ্রাম শাহপুর যাবার সময় কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় পলাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নেওয়া হলে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রাশেদুল ভুইয়া কাউসার জীবন বলেন ,নির্বাচনে তার নেতাকর্মীদের বিভিন্ন সময়ে হামলা ও মারধোরের ঘটনা ঘটাচ্ছে প্রতিপক্ষের লোকজন । নির্বাচনে ভয় ভীতি সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে বিরত থাকে। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

তবে অভিযোগের বিষয় জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এ ধরণের ঘটনা ঘটেছে কি না তা তিনি খোঁজ নিয়ে দেখবেন।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বলেন,হামলার ঘটনায় এখন পর্যন্ত ১জনকে আটক করা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

Sorry, no post hare.