খবর সারাদিন রিপোর্ট : হামলা ও অগ্নিসংযোগে ধ্বংস স্ত‚পে পরিণত হওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রেড ক্রিসেন্ট ও মাদ্রাসা ছাত্ররা এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় তারা থানার বিভিন্ন ভবনের পুড়ে যাওয়া ও ভাংচুর করা ধ্বংসাবশেষ পরিস্কার করেন। শিক্ষার্থীরা জানান, শতাধিক শিক্ষার্থী শহর পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব সবার। শিক্ষার্থীরা কোন প্রতিষ্ঠানে হামলা করেনি। তবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানায় শিক্ষার্থীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়কে আনসারের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা। শহরের কাউতলি, টি.এ রোড, কে দাস মোড়সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এতে সড়কে অনেকটা সুশৃঙ্খলতা ফিরে এসেছে। সাধারন মানুষ ও চালকরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
শিক্ষার্থী রুবাইদা হক পপি বলেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার পছেনে শিক্ষার্থীদের কোন হাত ছিলোনা। সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষোভ ছিল। এ বিষয়ে কাকে দায় দেব। যেহেতু রাষ্ট্রীয় আমাদের সকলকে এই সম্পদ রক্ষা করতে হবে।
শিক্ষার্থী শামীম সাইদ বলেন, প্রায় শতাধিক শিক্ষার্থী সদর থানার ধ্বংসস্তূপ পরিস্কার করতে কাজ করছে। আমাদের এই কার্যক্রমে রেড ক্রিসেন্টসহ অন্যান্য শিক্ষার্থী স্বতঃর্স্ফতভাবে অংশ নিয়েছেন। মানুষের ক্ষোভ থেকে এই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা চাই সকলে মিলে একটি সুন্দর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক।