খবর সারাদিন রিপোর্টঃ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তে দুইজন মহিলা ও একজন শিশুকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমান ভু‚ইয়ার স্ত্রী ফরিদা বেগম-(৩২), ফরিদা বেগমের ছেলে মোঃ ফারহান-(০৩) এবং একই এলাকার ইসমাইল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার-(২৫)।
শুক্রবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আবদুল্লাহপুর গ্রামের মানব পাচারকারী মোঃ মাসুদ মিয়ার-(৩০) সহযোগিতায় সন্তানসহ ফরিদা বেগম চিকিৎসার জন্য এবং জেসমিন আক্তার জুতার কারখানায় কাজের জন্য বাংলাদেশ ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।