,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় লিবিয়া প্রবাসীর সংবাদ সম্মেলন

WhatsApp Image 2024 09 24 at 7.02.32 PM jpeg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানব পাচার সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লিবিয়া প্রবাসী ফরহাদ মিয়া। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের লিবিয়া প্রবাসী ফরহাদ মিয়া বলেন, তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত লিবিয়ায় ছিলেন। বর্তমানে দেশে অবস্থান করছেন। তার বড় ভাই মোঃ মামুন মিয়া ১২ বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন। ছোট ভাই মোঃ আরমান মিয়া নাসিরনগর সদরে পোষাকের ব্যবসা করেন।
গত ২০ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে “ইউরোপ যাওয়ার স্বপ্নে নিঃস্ব নাসিরনগরের ২৫ যুবক শিরোনামে, ২১ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ইতালির কথা বলে ২৬ যুবককে পাঠানো হয় লিবিয়ায়, ২২ সেপ্টেম্বর ‘দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব ২৫টি পরিবার শিরোনামে একটি টিভিতে সংবাদ পরিবেশন করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনা প্রসূত। তার সাথে কথা না বলেই, তথ্যের সত্যতা যাচাই না করেই এইসব সংবাদ প্রকাশ করা হয়।
তিনি বলেন, এসকল সংবাদে ভুক্তভোগী হিসেবে যাদের নাম দেয়া হয়েছে তাদের সাথে তার নূন্যতম কোন সম্পর্ক নেই। যারা সাংবাদিকগণের কাছে ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তারা কেউই ভিটেহীন নয়। কতিপয় দুস্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে গ্রামের সহজ সরল লোকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে বানোয়াট বক্তব্য প্রদান করিয়েছেন। ফরহাদ মিয়া বলেন, মিথ্যা সংবাদ পরিবেশ করায় তার ও তার পরিবারের মানহানি হয়েছে। তিনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায় আমি ও আমার পরিবার শংকিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।
সাংবাদিক সম্মেলনে লিবিয়া প্রবাসী ফরহাদ মিয়া আরো বলেন, হাওর বেষ্টিত গোয়ালনগর ইউনিয়নে মাদকের ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকের বিস্তাররোধে স্থানীয় সচেতন মহল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের উদ্দেশ্যে মাদক নির্মূল কমিটি গঠন করেছে। এই কমিটিতে আমি ও আমার পরিবারের লোকজন বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছি। ফলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের চক্ষুশুলে পরিনত হয়েছি। এজন্য বর্তমানে সেখানকার মাদক ব্যবসায়ী সিন্ডিকেট আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের পারিবারিক সুনাম নষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান এবং হত্যা চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। সংবাদ সম্মেলনে ফরহাদ মিয়া আবুল কাশেম ও আবুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Sorry, no post hare.