খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা বাহিনী।
গত ২৪ ঘন্টায় পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শনিবার ও গত শুক্রবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ভূইয়া-(৫০), বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম-(৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হরমুজ আলী-(৬০)।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সদর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপজেলার রামরাইল এলাকা থেকে রামরাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হরমুজ আলীকে গ্রেপ্তার করা হয়। হরমুজ আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলা সহ থানা ভাংচুর অগ্নিসংযোগ, পুলিশের গাড়ী ভাংচুর, অস্ত্র লুটপাট সংক্রান্ত মামলার আসামী।
গত শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চতুর গ্রাম থেকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ভূইয়া ও বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ মিয়াকে বিজয়নগর থানার পুলিশ গ্রেপ্তার করে। তারা দুজন বিজয়নগরে নাশকতা ও ভাংচুর মামলার আসামী।
অপর দিকে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে পৌর সভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলামকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাকে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
শেয়ার করুন