,
শিরোনাম:
বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পতনের মাধ্যমে লুটপাটের খেসারত দিয়েছে আওয়ামীলীগ…ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জনিয়ার শ্যামল

IMG 20241012 WA0004 jpg

খবর সারাদিন রিপোর্ট : কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামীলীগ সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে লুটপাট কায়েম করেছিলো। যার খেসারত তাদের দিতে হয়েছে। এই আওয়ামীলীগ সরকার নিজেদের পকেট ভারি করতে ভূয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে ছিলো। একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিলো। তাই পতনের সময় তাদের পাশে কেউ ছিলোনা। তিনি বলেন, বিএনপি কখনো চায়না আগামীতেও এ ধরণের কোন পরিবেশ সৃষ্টি হউক। বরং বিএনপি চায় জনগনের স্বার্থে কাজ করার জন্য। তাই আওয়ামীলীগের পথ অনুসরণ না করে জনগনের স্বার্থে দলীয় নেতাকর্মীদের কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাচারি পাড় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা শ্রমিকদল আয়োজিত রিক্সা ও ভ্যান শ্রমিকদলের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগদের দালালদের মাধ্যমে প্রকৃত রিক্সা শ্রমিকদের বঞ্চিত করে মোটা অংকের টাকার বিনিময়ে সিন্ডিকেট করে লাইসেন্স বিক্রী হয়েছে। যার খেসারত দিয়েছে রিক্সা ও ভ্যান শ্রমিকরা। এই অন্যায় অত্যাচার থেকে বিএনপি তাদেরকে মুক্ত করবে।

সভায় জেলা রিক্সা ও ভ্যান শ্রমিকদলের সভাপতি মোঃ ঝাড়– মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহসভাপতি এডঃ শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, এডঃ তরিকুল ইসলাম রোমা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা। এর আগে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।

শেয়ার করুন

Sorry, no post hare.