ভারতে কাজ করতে গিয়ে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সুবজ দাস-(২২) নামে এক যুবক বিজিবি’র হাতে আটক হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
আটক হওয়া সবুজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের ইন্দ্রজিৎ দাসের ছেলে। প্রায় চারমাস আগে সে অবৈধ পথে ভারতে যায়।
রাজমিস্ত্রির কাজ করতে সে ওখানে যায় বলে বিজিবিকে জানিয়েছে।
বাংলাদেশের আব্দুল্লাহপুর এলাকার নাঈম চৌধুরী নামে এক পাচারকারির সহায়তায় সে ফিরেছে বলে বিজিবি ২৫ ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে।
শেয়ার করুন