খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী। তারা এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কান্দিপাড়ার বাসিন্দা ও ওলামা সমন্বয় পরিষদের সভাপতি ক্বারী আনাছ মিয়া-(৫৫), পৌর এলাকার শিমরাইল কান্দির বাসিন্দা, জেলা ভ্যান রিকসা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া-(৪৮), সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের বাসিন্দা ও সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকত মিয়া-(২৭) ও শহরের উত্তর শেরপুরের বাসিন্দা এবং ৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া-(৩৫)।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সদর থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন