,
শিরোনাম:
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি কোলে পিঠে করে মানুষ করা ফারহানই পুড়িয়ে মারল শারমীনকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘন্টা কর্মবিরতি পালন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, আটক ১ বিভিন্ন ধরনের মাদকসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুগঞ্জে মেঘনার তীর দখল করে অবৈধ জেটি নির্মান \ ঝুঁকিতে দুটি বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৭দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদশ জাতীয় পার্টি সংসদ দখল করবে…….সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন

ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃংখলা কমিটির সভায় যানজট নিরসনে শহরের দুটি রাস্তা ওয়ানওয়ে করার দাবি

WhatsApp Image 2024 11 26 at 18.13.06 241619ba jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভা মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভ‚ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা যানজট নিরসনে শহরের পুরাতন কোর্ট রোড ও মসজিদ রোডকে ওয়ানওয়ে, আইন-শৃংখলা পরিস্থিতি আরো উন্নত করতে সদর উপজেলার বুধল ইউনিয়নে ও সুলতানপুর ইউনিয়নে দুটি পুলিশ ফাঁড়ি নির্মান করার দাবি জানান।
সভায় বক্তারা বলেন, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমীরপাড়ায় আশ্রয়ণ প্রকল্প এলাকায় ও তালশহর পূর্ব ইউনিয়নে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদকের ব্যবসা করছে।
সভায় যানজট নিরসনে দিনের বেলায় শহরে পণ্যবাহী ট্রাক ঢুকতে না দেয়ার এবং শহরের ছাতিপট্টি থেকে আনন্দ বাজার নৌকাঘাট পর্যন্ত নিউ মার্কেটের পিছনের রাস্তায় থাকা কসাইখানা অপসারণ এবং ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালাল দৌরাত্ম বন্ধ করার দাবি জানান।
সভায় উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মুক্তা গোস্বামী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Sorry, no post hare.