ব্রাহ্মণবাড়িয়ায় চক্ষু শিবির বিএনপি জনসেবামূলক কাজে সব সময় পাশে থাকে, কেন্দ্রীয় বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল
খবর সারাদিন রিপোর্টঃ তৃণমূল পর্যায়ে চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভ স্টার ক্লাব “অন্ধ কল্যাণ সমিতি” নামে একটি সংগঠনের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পৌর এলাকার সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের অন্তত ৫০০ জন সেবা নিতে আসেন। সকালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় তিনি বলেন, তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চতের ঠিকানা হয়ে উঠেছে এই সংগঠনটি। তারা প্রতি মাসের প্রথম শুক্রবার যেভাবে মানুষের সেবা দিচ্ছে তা সকলের জন্য অনুকরণীয়। তিনি বলেন, বিএনপি জনসেবামূলক কাজে সব সময় পাশে থাকে। সংগঠনটির পক্ষ থেকে চক্ষু চিকিৎসা সেবার জন্য যে হাসপাতাল গড়ে তোলার জন্য দাবী উঠেছে বিএনপি এবং তিনি ব্যক্তিগতভাবে এর সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও মো. খালেদ হাসান আজাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরা সোবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বদিউজ্জামান ভ‚ঁইয়া, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিআরডিবির সভাপতি আলী আজম, জেলা যুবদলের সাবেক আহবায়ক মনির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, ফাইভ স্টার ক্লাবের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, বিএনপি নেতা মিজানুর রহমান, মাইনুল ইসলাম, আতিকুল হক জালাল প্রমুখ।
উল্লেখ্য চিকিৎসা শিবিরে ২৫০ জন নারী-পুরুষকে অপারেশনের জন্য বাছাই করা হয়। তারা স্বল্প খরচে তাদের অপারেশন সম্পন্ন করবেন।