খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থানরত অসহায় ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগ,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মোঃ সাইফুল ইসলাম।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গত তিন/চার দিন ধরে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে যায়। তাই দিনের বেলা দাপ্তরিক কাজ শেষে রাতের বেলা জেলা প্রশাসকের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থাকা ২শত জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পুরো উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে।
শেয়ার করুন