,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আখাউড়ায় ওসি গুজব ছড়ালেই ব্যবস্থা, কাউকে ছাড় দেয়া হবেনা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভা পৌর কর্মচারী কিরণ মোল্লার উপর হামলাকারীদেরকে গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন অনুষ্ঠিত কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেশীয় অস্ত্রসহ সরাইলে ৫ ডাকাত গ্রেপ্তার নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

WhatsApp Image 2024 12 11 at 17.07.46 73445898 jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আমতলী বাজারের বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সিলেটগামী মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও বিপরীতমুখী কুমিল্লাগামী বালু বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে শিশু রাইসা (১১মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) নিহত হয়। আহতদের মধ্যে জেলা নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০) কে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া আহতরা হলেন আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভির (১০), আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)। তাদেরকে জেলার পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় পরে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারগুব তৌহিদ জানান, সড়ক দূর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.