,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

WhatsApp Image 2024 12 12 at 17.19.45 adc64005 jpg

খবর সারাদিন রিপোর্টঃ তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বৃহস্পতিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথি হিসেবে তথ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে ও সনাক সদস্য মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল মতিন, সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবদুল কাইয়ুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
বক্তব্য রাখেন টিআইবির চট্টগ্রাম বিভাগের ক্লাষ্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, সনাক, ব্রাহ্মণবাড়িয়ার সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ও ইয়েস গ্রুপ দলনেতা রিফাত আল হাসান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় আয়োজিত তথ্যমেলায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, সরকারি পরিষেবা বিষয়ক সংলাপ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের ৩০টি ষ্টল স্থান পায়।

শেয়ার করুন

Sorry, no post hare.