,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনের রোড ম্যাপটি আরো স্পষ্ট হলে দেশের মানুষ আরো অনেক বেশি আশ্বস্ত হতো ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতি ও নাগরিক কমিটির পাল্টাপাল্টি কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় এসপিকে ক্ষমা চাওয়ার ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের গ্রেপ্তার দাবি জাতীয় নাগরিক কমিটির নেতার ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরিকে গ্রেফতার অভিযানে পুলিশের ৩ গাড়ি ভাংচুর, ৬ পুলিশ আহত \ আটক ৬ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারি গ্রেপ্তার \ লুন্ঠিত টাকা উদ্ধার শহীদ বুদ্ধিজীবী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূণ্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সরাইলে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ৫৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরিকে গ্রেফতার অভিযানে পুলিশের ৩ গাড়ি ভাংচুর, ৬ পুলিশ আহত \ আটক ৬

WhatsApp Image 2024 12 15 at 18.01.55 179e3142 jpg

খবর সারাদিন রিপোর্টঃ গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এসময় পুলিশের কাজে ব্যবহৃত ৩টি গাড়ি ভাংচুর চালানো হয়।

রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি বাড়ির পেছনে থাকা বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেফতারের হাত থেকে রক্ষা পান।

হামলার ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন এস.আই. ফারুক, এ.এস.আই. প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মোঃ শওকত। আহতদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

খবর পেয়ে পুলিশ মাহফিলে গেলে গ্রেফতার এড়াতে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি একটি বাড়িতে ঢুকে প্রধান ফটকে বন্ধ করে দেন। বাড়িটি পেছনে দিকে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ছয়জনকে জনকে আটক করা হয়েছে।

অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধ উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

শেয়ার করুন

Sorry, no post hare.