,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় এক সাথে সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫টন জিরা আমদানি মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় ৭জন ভারতীয় চোরাকারবারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহাসমাবেশে আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোন বৈধ রাজনীতি নেই। চার শতাধিক নারী-পুরুষের অংশ গ্রহনে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া শিশু নাট্যমের অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত বিজিবি ৬০ ব্যাটালিয়নের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ বছরে ১৫০ কোটি টাকা মূল্যের মাদক ও মালামাল উদ্ধার \ গ্রেপ্তার-৮৬

মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

WhatsApp Image 2025 01 07 at 16.59.14 8968e3c8 jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহায়তায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভ‚ইয়া অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করেন।
মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ. এম জাকারিয়ার সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোঃ খান বিটুর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মুসলেহ উদ্দিন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হান উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন মজিদ-নাহার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভ‚ইয়া বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশন আজকে মানবিকতার যে দর্শন নিয়ে এগিয়ে যাচ্ছে তা সবার জন্যে অনুপ্রেরনাদায়ক। টাকা পয়সা অনেকে রোজগার করেন। কিন্তু মানবিক কাজে অর্থ ব্যয় করার মানসিকতা সকলের থাকে না। ফাউন্ডেশনটির কর্নধার আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটুর মতো সবাই এভাবে এগিয়ে আসলে অসহায়-দরিদ্র মানুষ আরো নানাভাবে উপকৃত হতেন। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন ফাউন্ডেশন ও বিত্তবান ব্যক্তিরা অসহায়দের পাশে
দাঁড়ালে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটবে। আলোচনা সভা শেষে ৩০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য মজিদ-নাহার ফাউন্ডেশন ২০১১ সাল থেকে সমাজের অসহায়-দরিদ্র মানুষদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। বিশেষ করে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, ঈদ-সামগ্রী, অসহায় মানুষের মধ্যে রিকসা বিতরন ও দরিদ্র মানুষদেরকে চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পালন করে আসছে।

শেয়ার করুন

Sorry, no post hare.