,
শিরোনাম:
শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মাদকসেবীকে সাজা সরাইলে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি ব্যবসায়ীদের হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার কমিটি গঠিত আব্দুস সাত্তার সভাপতি \ মুখলেছুর রহমান সাধারণ সম্পাদক সরাইলে দুই ভুয়া পুলিশসহ গ্রেপ্তার-৮ বিজিবির অভিযানে বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা একাংশের নেতা-কর্মীদের

WhatsApp Image 2025 01 12 at 16.06.49 0510fbdc jpg

খবর সারাদিন রিপোর্টঃ আগামী ১৮ই জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা দিয়েছেন জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপির একাংশের আয়োজিত সমাবেশ থেকে এই হুশিয়ারি দেয়া হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মাইনুল ইসলাম সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আগামী ১৮ জানুয়ারি জেলা বিএনপির সম্মেলনের তারিখ করা হয়েছে।
একটি পক্ষ বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়ে দল ভারি করে প্রহসনের সম্মেলন করার পাঁয়তারা করছে। তারা পূর্নাঙ্গ ভোটার তালিকা তৈরি না করেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে, তা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তারা জেলার দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে কথা বলে ত্যাগীদের নিয়ে একটি পরিচ্ছন্ন ভোটার তালিকা হালনাগাদ করে সম্মেলন করার দাবি জানান।
এ বিষয়ে কেন্দ্র থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে আগামী ১৬ জানুয়ারী আমরণ অনশনসহ বৃহত্তর কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমরা ১৪টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিটের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছি। যে ৬টি ইউনিট নিয়ে আপত্তি ছিলো এগুলোর তালিকাও সম্পন্ন হয়েছে। যে কোন মুহুর্তে তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, একটা পক্ষেরতো কত আপত্তিই আছে। আগামী ১৮ জানুয়ারি সম্মেলন হবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

Sorry, no post hare.