,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা একাংশের নেতা-কর্মীদের সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নাসিরনগরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় তরী আয়োজিত নদী সম্মিলনে ড. মনজুর আহমেদ চৌধুরী ভারত নদীকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদন্ড জমি ও ব্যবসায়িক বিরোধের জের ব্রাহ্মণবাড়িয়ায় একটি পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ আওয়ামীলীগ নেতা ও পুলিশের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় এক সাথে সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত

WhatsApp Image 2025 01 14 at 17.07.34 e27a552e jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় মোঃ আল-আমিন মিয়া-(৩৫) নামে পৌর সভার এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় পৌর এলাকার ছয়বাড়িয়ায় অবস্থিত ময়লার ড্রাম্পিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন জেলার সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। তিনি পৌর সভার অস্থায়ী পরিছন্নতা কর্মী।
ঘটনার পর ট্রাক্টর চালক মোঃ আমির মিয়া পালিয়ে যায়। চালক আমির মিয়া পৌরসভার অস্থায়ী ট্রাক্টর চালক।
নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ময়লার ট্রাক্টরে করে ছয়বাড়িয়ায় যান আল-আমিন। পরে তিনি ট্রাক্টর থেকে ড্রাম্পিং এলাকায় ময়লা অপসারণ শুরু করেন। এক পর্যায়ে ট্রাক্টর চালক আমির মিয়া দ্রুত ট্রাক্টরটিকে পেছনের দিকে নেয়ার সময় এর নিচে চাপা পড়েন আল-আমিন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিনের ছোট ভাই নাঈম বলেন, আমরা গ্রাম থেকে খবর পেয়ে ছুটে এসেছি। হাসপাতালে এসে দেখি আমার ভাইয়ের লাশ। আমার ভাইয়ের ৫টি সন্তান আছে। পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি তারা যেন ভাইয়ের পরিবারকে সহযোগিতা করেন।
নিহতের মামাতো ভাই খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। আমার ভাই খুবই গরীব মানুষ। তার ৫টি সন্তান আছে। তারা যাতে চলতে পারে সেজন্য পৌর কর্তৃপক্ষের কাছে আমার ভাইয়ের পরিবারকে সহযোগীতার দাবি জানাই।
পৌর সভার পরিচ্ছন্নতা কর্মী নায়েব আলী বলেন, সকালে আমরা সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়ায় যাই। সেখানে ট্রাক্টর থেকে ময়লা নামানোর সময় চালক যখন ট্রাক্টরটিকে পিছনের দিকে নিচ্ছিল, তখন আল-আমিনের পা চাকার নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরটি ঘুরানোর সময় আল-আমিনের মাথাও চাপা পড়ে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের ডাক্তার বলেন, সে মারা গেছে। এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ঘটনার পর ট্রাক্টর চালক আমির মিয়া গা ঢাকা দেন।

 

শেয়ার করুন

Sorry, no post hare.