,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত

Titas Tribune jpg

খবর সারাদিন রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লরিকে অতিক্রম করতে গিয়ে হৃদয় মিয়া-(১৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জাকির জানান, দুই বন্ধুকে নিয়ে হৃদয় মিয়া মোটর সাইকেলযোগে বাড়ির দিকে যাওয়ার পথে ছতুরা শরীফ এলাকায় দ্রুত গতিতে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে লরির পেছনে ধাক্কা লেগে হৃদয় ছিটকে পড়েন। এময় ভাগ্যক্রমে মোটর সাইকেলের পেছনে থাকা দুই আরোহী বেঁচে গেলেও ঘটনাস্থলেই চালক হৃদয় নিহত হয়।

তিনি আরো জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.