খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে ২ জন সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ নির্বাচনে ৮জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন সভাপতি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল ও দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু ও দৈনিক ইষ্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া।
২টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ীরা হলেন
পাঠাগাড় ও ক্রীড়া সম্পাদক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান ও সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী।