,
শিরোনাম:
আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ২ \ আটক -৪

WhatsApp Image 2025 02 04 at 16.47.05 236a3d1b jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের পাল্টা-পাল্টি হামলায় আজাদ মিয়া-(৫৫) ও আমানত মিয়া-(৬০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪জনকে আটক করেছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজাদ মিয়া বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও আমানত মিয়া একই গ্রামের মিছির আলীর ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
পুলিশ ও নিহতদের পরিবারের লোকজন জানান, বিশুতারা গ্রামের একটি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার উপর হামলা করে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর পরই পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযানে নামে। দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, ঘাতক ইনসান মিয়ার ভাই ইমরান ও আরমান, একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সাইফুল ইসলাম ও আবুল কাসেম মিয়ার ছেলে তাবারক মিয়া।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আজাদ ও আমানত নামের দুইজন নিহত হয়েছে। নিহত দুইজন চাচা-ভাতিজা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে ঝামেলা চলছিলো। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪জনকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

শেয়ার করুন

Sorry, no post hare.