,
শিরোনাম:
ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষি জমির মাটি কাটায় যুবদল নেতাকে লাখ টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও সাবেক সেনা সদস্য নিহত টিফিনের টাকায় আখাউড়ায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য বিতরণ কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে নাগরিক প্রস্তাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত মাদক বিরোধী অভিযান আশুগঞ্জে যুবদল সদস্য সচিবসহ গ্রেপ্তার-২ \ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় হেলিকপ্টার ও পালকিতে চড়ে বরের বাড়ি আসলেন নববধূ আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

WhatsApp Image 2025 02 14 at 5.01.31 PM jpeg

খবর সারাদিন রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসিমা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে সিয়াম মোল্লার (১৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা ওই গ্রামের মিজান মোল্লার স্ত্রী।

নিহত নাসিমার মেয়ে নাদিরা বেগম বলেন, ‘আমার ভাই একজন প্রতিবন্ধী। সে কয়েকদিন পরপরবাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাবার বন্ধ করে কান্নাকাটি করে ভেঙে পড়ে। এ জন্য মা সিয়ামকে নজরে রাখতো যেন সে বাসা থেকে যেতে না পারে। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে মাকে হত্যার কথা বলছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোসা মিয়া জানান, তিনি ভোর ৬টার দিকে খবর পান মিজান মোল্লার স্ত্রীকে কে যেন কুপিয়ে হত্যা করে চলে গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সিয়ামকে গ্রেপ্তার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা। সেই ক্ষোভের কারণেই তার মাকে তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সিয়াম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সিয়াম। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।

এদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীর বিচার দাবি করেন এলাকাবাসী।

শেয়ার করুন

Sorry, no post hare.