খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী অভিযানে জেলার বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম-(৪২)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৫০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গত শুক্রবার রাতে উপজেলার আশুগঞ্জ গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপরজন হলেন বিজয়নগর উপজেলার মাদবের বাগ এলাকার আনোয়ার হোসেন-(৩৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইসাহাক মিয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মহিউদ্দিন।
এ সময় আনোয়ার ও রফিকুলকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
শেয়ার করুন