,
শিরোনাম:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আলোচনা সভা ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষি জমির মাটি কাটায় যুবদল নেতাকে লাখ টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও সাবেক সেনা সদস্য নিহত টিফিনের টাকায় আখাউড়ায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য বিতরণ কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে নাগরিক প্রস্তাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত মাদক বিরোধী অভিযান আশুগঞ্জে যুবদল সদস্য সচিবসহ গ্রেপ্তার-২ \ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় হেলিকপ্টার ও পালকিতে চড়ে বরের বাড়ি আসলেন নববধূ

কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

WhatsApp Image 2025 02 18 at 16.44.49 808fef64

খবর সারাদিন রিপোর্টঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে শহরের কাউতলী মোড় থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহনে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে আয়োজিত সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সুরা সদস্য নজরুল ইসলাম খাদেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আকন্দ, নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, মানবকল্যান সম্পাদক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আইটি সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। ক্যাঙ্গারু বিচার ব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের হত্যা ও কারান্তরীন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াতের এই নেতাকে মুক্তি দেয়া হচ্ছে না। বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন তারা।

 

শেয়ার করুন

Sorry, no post hare.