খবর সারাদিন রিপোর্টঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে।
স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানের গেইটের সামনে এই দোকান খোলা হয়।
দোকানে পেয়াজ, রসুন, ছোলা বুট, সয়াবিন তেল, সরিষার তেল, মটর, খেজুর, মুড়ি, মুসরির ডাল, খেসারীর ডালসহ কমপক্ষে ২০ ধরনের পন্য ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে।
গত তিনদিন আগে দোকানটি খোলা হলেও শনিবার থেকে দোকানে পুরোদমে বিক্রি শুরু হয়েছে।
শনিবার বেলা ১১টার সময় সরজমিনে গিয়ে দোকানের সামনে দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভীড়।
বেলা বাড়ার সাথে সাথে দোকানে ভীড় বাড়তে থাকে। দুপুর থেকে শুরু হয় সব ধরণের পণ্য বিক্রি। এর আগে আগ্রহী ক্রেতাদের নাম লিপিবদ্ধ করা হয়। তবে নাম লিপিবদ্ধ ছাড়াও ক্রেতারা পণ্য কিনতে পারছেন। বাজারের চেয়ে কমদামে পণ্য কিনতে পেরে ক্রেতারাও বেশ খুশি।
বিক্রেতারা বলছেন, সাধারণ মানুষকে সেবা দিতে পেরে তারাও অনেক আনন্দিত। দোকানে খেজুর কিনতে আসা মোঃ শরীফ হোসেন বলেন, এই দোকানে বাজার থেকে কেজি প্রতি ৫০ টাকা কম দরে কিনতে পেরেছি। অন্য পণ্য কেনার জন্য নাম লিখিয়ে পরে এসে নিয়ে যাবো। ছাত্ররা আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ আতিকুর রহমান বলেন,পুরো রমজান মাস জুড়ে আমরা এ কার্যক্রম চালিয়ে যেতে চাই। বাজারে যেন বেশি দামে পণ্য বিক্রি না হয় এবং ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে তুলে দিতে পারি সে জন্য আমাদের এই উদ্যোগ।
শেয়ার করুন