ব্রাহ্মণবাড়িয়ায় পানির ট্যাংকি থেকে তালিব মিয়া-(২৪) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলেজ পাড়ার মৃত ধন মিয়ার বাড়ির ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত তালিব মিয়া মিয়া শহরের কান্দিপাড়া মাইমল হাটির মৃত রাজা মিয়ার ছেলে। সে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ধন মিয়ার স্ত্রী ঘরের কাজে পানির কল ছাড়লে পানির সাথে রক্ত বের হয়ে আসে। এ সময় বিষয়টি তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংকি দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকির ভেতর লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় তালিব মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তিনি বলেন, এ ঘটনায় এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।