খবর সারাদিন রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ১হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেট সহ রোশেনা বেগম-(৩৫) নামে এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত মঙ্গলবার রাত ৭ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট মোড়ের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রোশেনা বেগম সদর উপজেলার চান্দি (পশ্চিম পাড়া) গ্রামের হাবিব মিয়ার স্ত্রী।
আজ বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট মোড় যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাসী করে ১হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন